যাত্রাবাড়ী থানা শ্রমিকদলের সভাপতিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

0 ৩০১

যাত্রাবাড়ী থানা শ্রমিকদলের সভাপতিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

 

নিজস্ব প্রতিবেদক

নাশকতার মামলায় যাত্রাবাড়ী থানা শ্রমিকদলের সভাপতিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তাররা হলেন, ৬২ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. আলী আকবর (৪৪), শ্রমিক দলের সদস্য সচিব মো. জিয়াউল হাসান খান (৪০), ৪৮ নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক মো. শুক্কুর আলী (৫২), ৬৩ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মো. আবু বক্কর (৫৭)।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে এ তথ্য জানান র‍্যাব- ১০ এর সহকারী পরিচালক আমিনুল ইসলাম।

তিনি জানান, শনিবার (১৮ নভেম্বর) রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় পলাতক ওই চার আসামিকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ সূত্রে তিনি বলেন, গ্রেপ্তাররা বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনার সাথে তাদের সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। এছাড়াও তারা এর আগে রাজধানীর যাত্রাবাড়ী, সায়দাবাদ, ধোলাইপাড়, গোলাপবাগ, ডেমরা, দনিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, বাসে অগ্নিসংযোগসহ বিভিন্ন প্রকার নাশকতামূলক কার্যক্রমের সাথে সরাসরি জড়িত ছিল।

গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাব- ১০ এর সহকারী পরিচালক।

Leave A Reply

Your email address will not be published.