বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী
বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য হাফিজুর রহমান বিক্ষোভ মিছিল ও পিকেটিংয়ের নেতৃত্ব প্রদানকালে বলেছেন, ভোট ডাকাতি করে অবৈধ পথে ক্ষমতায় বসা আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৫ বছরের অপশাসন ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণ রাজপথে নেমেছে। রাজপথের আন্দোলনের মাধ্যমেই এই অবৈধ ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ নিশ্চিত করা হবে।
আজ সোমবার(২০ নভেম্বর) সকালে যাত্রাবাড়ী কাজলারপাড়ে বিক্ষোভ মিছিল ও পিকেটিংয়ে নেতৃত্বকালে এসব কথা বলেন। সেখানে আরও উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরা সদস্য সাদেক বিল্লাহ, নওশের আলম, রাসেল মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ছাড়াও বঙ্গবাজার সড়ক, শাহজাহানপুরেও বিক্ষোভ মিছিল হয়েছে।