রাজধানীর রামপুরায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল
রাজধানীর রামপুরায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল
dhaka post today
সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সদ্যঘোষিত তফসিল বাতিলের দাবিতে রাজধানীর রামপুরায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (২০ নভেম্বর) বিকেলে রামপুরা থানার রোডে বিএনপি ঘোষিত হরতালের দ্বিতীয় দিনে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক আকন মামুন, শাকির আহমেদ, শফিকুল ইসলাম ও জসিম উদ্দীনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ শেষে নেতারা বলেন, মেরুদণ্ডহীন ইসি কর্তৃক অবৈধ তফসিল বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীসহ সব স্তরের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। অবৈধ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য জনগণের যে দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে তাদের আন্দোলন, সংগ্রাম চালিয়ে যাবে। ছাত্রদল রাজপথে থেকে লুণ্ঠিত গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ।
বিক্ষোভ মিছিলে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক মাহের হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সজিব বিশ্বাস, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, সহ-প্রশিক্ষণ সম্পাদক পি কে মেহেদী হাসান, সহ-মুক্তিযোদ্ধা সম্পাদক লাবু ব্যাপারী উপস্থিত চিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন একুশে হলের সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান বাপ্পি, ফজলুল হক মুসলিম হল দপ্তর সম্পাদক সোহানুর রহমান সোহাগসহ অন্যান্য ইউনিটের নেতারা।