সুন্দরগঞ্জে পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সুন্দরগঞ্জে পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার!
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১ কেজি শুকনো গাঁজাসহ সিরাজুল ইসলাম (৩৬) নামে এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ ।
, বুধবার (২২ নভেম্বর ২৩) ইং বিকেলে গ্রেপ্তারকৃত মাদক কারবারী সিরাজুল ইসলামকে আদালতে পাঠানো হয়।
এর আগে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আকতার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান।
এতে উপজেলার তারাপুর ইউনিয়নের চরখোর্দ্দা গ্রামের জনৈক আফতাব আলীর বাড়ি সংলগ্ন রাস্তা থেকে সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেন। এসময় তার কাছ থেকে ১ কেজি ওজনের শুকনো গাঁজা জব্দ করেন।
সিরাজুল ইসলাম ঐ গ্রামের একাব্বর আলীর ছেলে। এসআই আকতার হোসেন জানান, এব্যাপরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে অন্যান্য মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।