৩৫০টি মনোনয়ন ফরম বিক্রি করেছে তৃণমূল বিএনপি

0 ১৫১

৩৫০টি মনোনয়ন ফরম বিক্রি করেছে তৃণমূল বিএনপি

 

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৩৫০টি মনোনয়ন ফরম বিক্রি করেছে তৃণমূল বিএনপি। নতুন নিবন্ধন পাওয়া দলটির মনোনয়ন ফরমের দাম ধরা হয়েছে ৫ হাজার টাকা। আর এ ৩৫০টি মনোনয়ন ফরম বিক্রি করে ১৭ লাখ ৫০ হাজার টাকা আয় করেছে দলটি।

বুধবার (২২ নভেম্বর) রাতে দলটির ভাইস চেয়ারপার্সন ও মিডিয়া উইং চিফ সালাম মাহমুদ এ তথ্য জানান।

তিনি জানান, আজ (বুধবার) সন্ধ্যা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৩৫০টি। আর পত্র জমা পড়েছে ২৭২টি।

সালাম মাহমুদ বলেন, তৃণমূল বিএনপির নির্বাহী চেয়ারপার্সন অন্তরা সেলিমা হুদার পক্ষে মুন্সিগঞ্জ -১ আসনের জন্য মনোনয়ন ফরম গ্রহণ করা হয়। এছাড়া, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ঢাকা-৪ (শ্যামপুর- কদমতলী) আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মনোনয়ন ফরম বিক্রির সময় আগামীকাল (বৃহস্পতিবার) বিকেল ৫টা পর্যন্ত বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

 

Leave A Reply

Your email address will not be published.