শ্যামপুরে বিদেশি মদের চালানসহ মাদক ১ কারবারি গ্রেফতার
“শ্যামপুরে বিদেশি মদের চালানসহ মাদক ১ কারবারি গ্রেফতার”
স্টাফ রিপোর্টার : মনির হোসেন
রাজধানী শ্যামপুরে বিদেশি মদের চালানসহ আবুল হোসেন ( ৪০) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার সকালে ০৯ টায় জুরাইন রেলগেট (জুরাইন টাওয়ারের) সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবুল হোসেন নরসিংদী জেলার মোঃ সুলতান মিয়া ছেলে।
শ্যামপুর মডেল থানার ওসি মোঃ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, শ্যামপুর থানার সাব ইন্সপেক্টর মো. সাকিব হোসেন ও মো. আল-আমিন হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার, ফোর্সসহ পুলিশের একটি চৌকস টিম রবিবার সকালে মাদক ক্রয়-বিক্রয় কালে সামনের সড়ক থেকে আবুল হোসেন গ্রেফতার করেন।
এরপর তার হেফাজতে থাকা স্কুলের ব্যাগের ভেতর কার্টুন ভর্তি ০৬ বোতল বিদেশি মদ জনসম্মুখে জব্দ করা হয়।
রবিবার সকালে গ্রেফতার আবুল হোসেন বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।