চট্রগ্রাম-কক্সবাজার রেললাইনের উপর বিএনপি জামাতের নাশকতায় আহত ৫ 

0 ৭৪

লালমাই ফয়েজগঞ্জে ঢাকা-চট্রগ্রাম-কক্সবাজার রেললাইনের উপর বিএনপি জামাতের নাশকতায় আহত ৫ 

 

মোস্তফা কামাল মজুমদার

৬ ডিসেম্বর বুধবার আনুমানিক সন্ধ্যা ৬ টায় লালমাই উপজেলা পেরুল দক্ষিণ ইউনিয়ন ফয়েজগঞ্জ বাজার সংলগ্ন ঢাকা-চট্রগ্রাম-কক্সবাজার রেললাইনের উপর বিএনপি অবরোধ সমর্থনে মশাল মিছিল সহ বিএনপি জামাতের প্রায় ৫০ জন নাশকতাকারী রেললাইনের উপর অবস্থান নেন।

তাৎক্ষণিক ভাবে খবর পেয়ে লালমাই উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আক্তার হোসেন পারভেজের নেতৃত্বে নেতাকর্মীরা নাশকতাকারীদের প্রতিহত করতে গেলে ককটেল ও পাথরের আঘাতে ৫ জন আহত হন।

আহতরা হলেন আওয়ামী সেচ্ছাসেবকলীগ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আক্তার হোসেন পারভেজ, যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম সাকিল, যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য আলমগীর সহ মোট ৫ জন আহত হন এবং তাৎক্ষণিকভাবে আহতরা প্রাথমিক চিকিৎসা নেন বলে জানা যায়।

বিএনপি জামাতের নাশকতার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে লালমাই থানা অফিসার ইনর্চাজ (ওসি)মোঃ হানিফ সরকার সঙ্গীয় ফোর্স সহ গঠনারস্হলে উপস্থিত হন এবং তাৎক্ষনিক ভাবে খবর পেয়ে লাকসাম রেলওয়ে পুলিশ ঘটনাস্হলে উপস্হিত হন।

 

এই ব্যাপারে লালমাই থানা ও লাকসাম রেলওয়ে থানায় কোন মামলার খবর পাওয়া যায়নি। উল্লেখ্য যে,বিএনপি জামাতের নাশকতাকারীদের প্রতিহতের ২/৩ মিনিট পরে চট্রগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন নিরাপদে ঘটনাস্থল অতিক্রম করে।

Leave A Reply

Your email address will not be published.