ছাত্রদল নেতাকর্মীরা রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল
ছাত্রদল নেতাকর্মীরা রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
অবরোধের সমর্থনে রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে মিরপুর রোডের ধানমন্ডি আরএ সেন্টারের সামনে থেকে এ মিছিল শুরু হয়। এরপর কলাবাগান বাসস্ট্যান্ডে পৌঁছালে পুলিশের ধাওয়ায় পালিয়ে যান ছাত্রদলের নেতাকর্মীরা। তবে এ সময় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।
বিক্ষোভ অংশ নেওয়া নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীসহ সকল স্তরের মানুষ ঘৃণাভরে তফসিলকে প্রত্যাখ্যান করেছে। অবৈধ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ছাত্রদল রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক শাকির আহমেদ, জসীম উদ্দিন ও সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল করা হয়।