ছাত্রদল নেতাকর্মীরা রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল

0 ৩৫

ছাত্রদল নেতাকর্মীরা রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল

 

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

অবরোধের সমর্থনে রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে মিরপুর রোডের ধানমন্ডি আরএ সেন্টারের সামনে থেকে এ মিছিল শুরু হয়। এরপর কলাবাগান বাসস্ট্যান্ডে পৌঁছালে পুলিশের ধাওয়ায় পালিয়ে যান ছাত্রদলের নেতাকর্মীরা। তবে এ সময় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

বিক্ষোভ অংশ নেওয়া নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীসহ সকল স্তরের মানুষ ঘৃণাভরে তফসিলকে প্রত্যাখ্যান করেছে। অবৈধ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ছাত্রদল রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক শাকির আহমেদ, জসীম উদ্দিন ও সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল করা হয়।

Leave A Reply

Your email address will not be published.