নাশকতার মামলায় ০২ জনকে গ্রেফতার করেছে র্যাব-১০
পুলিশের কাজে বাঁধা দান ও হত্যার উদ্দ্যেশ্যে হামলা সংক্রান্ত নাশকতার মামলায় ০২ জন নাশকতাকারীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
নিজস্ব সংবাদদাতা
অদ্য ০৭ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ বিকাল ০৩.০০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বনানী থানাধীন বারিধারা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ডিএমপি ঢাকার বনানী থানার মামলা নং-০১, তারিখ-০১/১১/২০২৩ খ্রিঃ;
ধারা-১৪৩/১৪৭/১৪৯/১৮৬/৩৩২/৩৫৩/৫০৬ দন্ডবিধি ১৮৬০ তৎসহ বিস্ফোরক উৎপাদানাবলী আইন ১৯০৮ এর ৩/৪/৬ ধারা; মামলার এজাহার ভুক্ত পলাতক আসামী ১।
ঢাকা মহানগর পূর্ব জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, (২৫), পিতা-মোঃ ইদ্রিস আলি ফকির, সাং-বাসা নং-১৭৪, পাটিকেলাবাড়ি,নেসারাবাদ,থানা-নেসারাবাদ (স্বরূপকাঠি),জেলা-পিরোজপুর’কে গ্রেফতার করে।
এছাড়া অদ্য ০৭ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ বিকাল ০৩.৩০ ঘটিকায় র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার সূত্রাপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার মামলা নং-১৩ তারিখ-০৭/১১/২০২৩ খ্রিঃ; ধারা-১৪৩/৩৪১/৪৩৫/৪২৭/৫০৬/১১৪ দন্ডবিধি ১৮৬০ তৎসহ ৩/৬ বিস্ফোরক উপাদানাবলী আইন ১৯০৮; মামলার এজাহার ভুক্ত পলাতক আসামী ১।
নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শাখাওয়াত ইসলাম রানা (৪৫), পিতা-মৃত তাজুল ইসলাম, সাং-টানবাজার, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।