ফেনসিডিলসহ তিন মাদক ব‍্যাবসায়ী আটক করেছেন লালমাই থানা পুলিশ

0 ১১৪

লালমাইয়ে ফেনসিডিলসহ তিন মাদক ব‍্যাবসায়ী আটক করেছেন লালমাই থানা পুলিশ

 

স্টাফ রিপোর্টার

কুমিল্লা জেলার লালমাই উপজেলায় ফেনসিডিলসহ সাইফুল ইসলাম সুমন (৩৭) এবায়েদুল্লাহ প্রঃ শিমুল (৩৩) আশরাফুল ইসলাম চৌধুরী সজল নামে ৩ মাদক ব্যবসায়ী আটক করেছে লালমাই থানা পুলিশ। 

 

লালমাই থানায় কর্মরত এসআই জামিল মিঞা সঙ্গীয় ফোর্সসহ আসামী ১। সাইফুল ইসলাম সুমন (৩৭), পিতা-আব্দুল বারী, মাতা-হাফেজা বেগম, সাং-কাকসার (শ্রীরামপুর), পোঃ আলীশ্বর,থানা- লালমাই ২।গ এবায়েদুল্লাহ প্রঃ শিমুল (৩৩), পিতা- জয়নাল আবেদীন, মাতা-ফিরোজা বেগম, সাং-ভাটরা, পোঃ আটিটি বাজার, থানা-লালমাই, ৩।

 

আশরাফুল ইসলাম চৌধুরী সজল (৩২), পিতা-মৃত নুরুল ইসলাম চৌধুরী, মাতা-মৃত হাফিজা ইসলাম চৌধুরী, সাং- বড়তুপা, পোঃ ডুরিয়া বিষ্ণুপুর, থানা-লাকসাম, সর্ব জেলা-কুমিল্লা গনকে হরিশ্চর বাজার হতে ১০ বোতল ফেনসিডিল যাহার মধ্যে ৪ বোতল সম্পূর্ণ খালি ও ৬ বোতল সম্পূর্ণ ভর্তি অবস্থায় ধৃত করে মাদক আইনে মামলা দায়ের করিয়াছে। লালমাই থানার মামলা নং ৪ তাং ১০/১২/২৩, ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(খ)/৪১

Leave A Reply

Your email address will not be published.