রংপুর মেডিকেল তিন আসনের এমপি প্রার্থী রানী

0 ১৬৯

রংপুর মেডিকেল তিন আসনের এমপি প্রার্থী রানী।

 

মাটি মামুন রংপুর।

 

১০ শে ডিসেম্বর ২০২৩ রবিবার বিকালে রংপু মেডিকেল কলেজ হাসপাতালে রংপুরের ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থার সভাপতি ও রংপুর-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী।

রোগী দেখতে ও অনুদান সহায়তা করেন।

 

যানা যায় নগরীর ঠিকাদার পাড়া নুরপুর এলাকার আরমার আলীর পুত্র ফিরোজ(৫০) দীর্ঘদিন ধরে হার্ড ও ফুসফুস রোগে ভুগছিলেন।

১০ তারিখ সকালে রংপুর মেডিকেলে ভর্তি করেন তার পরিবার।

খবর পেয়ে আনোয়ারা ইসলাম রানী তিনি সেখানে গিয়ে রোগীর খোঁজ খবর নিয়ে রোগীর স্বজন কে আর্থিক

সহায়তা করে ডাক্তারের সাথে পরামর্শ করে রোগী কে বলেন যদি আরও সহায়তা লাগে আমি দিবো রোগী কে অসুস্থ করে তুলেন।

Leave A Reply

Your email address will not be published.