বিএনপি গত দেড় মাসে ৩৭৬টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
বিএনপি গত দেড় মাসে ৩৭৬টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
নিজস্ব প্রতিবেদক
গত দেড় মাসে ৩৭৬টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই সময়ে ২৪১টি যানবাহন ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
বুধবার (১৩ ডিসেম্বর) এক বার্তায় এসব তথ্য জানানো হয়।
পুলিশ সদর দপ্তর জানায়,গত ২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ২৪১টি যানবাহন ভাঙচুর করা হয়েছে। একই সময়ে ৩৭৬টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ডের পরদিন থেকে বিরতি দিয়ে সারা দেশে বিভিন্ন কর্মসূচি দিয়ে যাচ্ছে বিএনপি। অবরোধ, হরতাল ও বিক্ষোভের মতো কর্মসূচি এখনো চলমান রয়েছে। এর মধ্যেই সারা দেশে একাধিক যানবাহনে আগুন ও ভাঙচুরের খবর পাওয়া যায়। এ ছাড়া ট্রেনেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।