১৮ কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুমিল্লা কোতয়ালী মডেল থানা কর্তৃক ১৮ কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
নিজস্ব সংবাদদাতা :
গত ১২/১২/২০২৩খ্রিঃ তারিখ ০০.০৫ ঘটিকার সময় চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই (নিঃ) জীবন রায় চৌধুরী এবং সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন আড়াইওড়া উত্তর পাড়া সাকিনে আকবর আলীর একতলা পাকা বিল্ডিং এর দক্ষিন পাশে ভাড়াটিয়া ঘরের ভিতর হতে ১৮ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী
১. মোঃ বাপ্পি (৩০), পিতা-মোঃ শহিদ মিয়া , মাতা-হাফেজা বেগম ,স্থায়ী: (সাং-নমশুদ্র পাড়া) , উপজেলা/থানা- কুমিল্লা কোতয়ালী, জেলা -কুমিল্লা, বাংলাদেশ:বর্তমান: (সাং- আড়াইওড়া উত্তর পাড়া (আকবর আলীর একতলা বিল্ডিং এর দক্ষিন পাশের ভাড়াটিয়া),) , উপজেলা/থানা- কুমিল্লা কোতয়ালী, জেলা -কুমিল্লা,
২. সুফিয়া আক্তার(২৫), মাতা- রুমা বেগম, স্বামী/স্ত্রী মোঃ বাপ্পি ,সাং-নমশুদ্র পাড়া), উপজেলা/থানা-কুমিল্লা কোতয়ালী, জেলা -কুমিল্লা, বর্তমান: (সাং- আড়াইওড়া উত্তর পাড়া (আকবর আলীর একতলা বিল্ডিং এর দক্ষিন পাশের ভাড়াটিয়া) , উপজেলা/থানা- কুমিল্লা কোতয়ালী, জেলা -কুমিল্লাদেরকে গ্রেফতার করা হয়।
এই সংক্রান্তে কুমিল্লা এর কোতয়ালী মডেল থানার ,এফআইআর নং-২৩, তারিখ-১৩ ডিসেম্বর, ২০২৩; ধারা- ৩৬(১) সারণির ১৯(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; তে মামলা রুজু করা হয়।