দীঘিনালায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
দীঘিনালায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
সোহাগ মিয়া, খাগড়াছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়ির দীঘিনালায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার ভোরে উপজেলা শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও দীঘিনালা সাংবাদিক ফোরাম সহ সরকারি বেসরকারি সংস্থা ও নানা শ্রেণী পেশার মানুষ।
পরে দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের পুরাতন মাঠে পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, কুচকাওয়াজ ও ডিসপ্লে পদর্শনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
বেলা ১০ ঘটিকায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম’র নেতৃত্বে এক বিশাল শোভাযাত্রা বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এছাড়া সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রীতি কনসার্ট অনুষ্ঠিত হবে।