নেছারাবাদে বিজয় দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
নেছারাবাদে বিজয় দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
তরিকুল ইসলাম
নেছারাবাদ ( স্বরূপকাঠি ) প্রতিনিধি
নেছারাবাদ উপজেলায় ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে মহিউদ্দিন মহারাজ এর পক্ষ থেকে রেলি ও আলোচনা সভার আয়োজন করা হয়। রেলিটি ইন্দেরহাট ও মিয়ারহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি স্বরূপকাঠি কলেজ অডিটোরিয়ামে শেষ হয়।
সন্ধ্যা ৬ টায় সোহাগদল ইউনিয়ন যুবলীগ এর আয়োজনে সরকারি স্বরূপকাঠি কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সোহাগদল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইমরান রহমান দিপু, নেছারাবাদ যুবলীগ নেতা জুবায়ের হক তুষার, সোহাগদল ইউনিয়ন যুবলীগ নেতা রেজাউনুল হক রনি, সোহাগদল ইউপি সদস্য মোঃ মাহবুবুল হাসান মুরাদ সহ সোহাগদল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন ৭১ এর স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ নরনারী সহ ২ লক্ষ মা বোন শহীদ হয়েছেন তাদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ। এই বাংলাদেশকে আবার কলংকিত করার জন্য ঐ পাকিস্তান ও তাদের দোসর রাজাকার, আলবদর বাহিনী মাথা চাড়া দিয়ে উঠেছে, দেশ রক্ষায় বাংলাদেশ আওয়ামীলীগ তাদের দাঁত ভাঙ্গা জবাব দেবে। বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ৭৫ এর ১৫ আগস্ট যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করেন।