খাগড়াছড়িতে প্রতীক বরাদ্দ, নৌকা পেলেন কুজেন্দ্র
খাগড়াছড়িতে প্রতীক বরাদ্দ, নৌকা পেলেন কুজেন্দ্র
সোহাগ মিয়া,খাগড়াছড়ি প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এছাড়াও জাতীয় পার্টি প্রার্থী মিথিলা রোয়াজাকে লাঙ্গল, তৃনমুল বিএনপি প্রার্থী উশ্যেপ্রু মারমাকে সোনালী আঁশ ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. মোস্তফাকে আম প্রতীক বরাদ্দ দেওয়া হয়৷
সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সহিদুজ্জামান প্রার্থীদের এ প্রতীক বরাদ্দ দেন।
এর আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান বর্তমান সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি টানা দুইবার এই আসনের সংসদ সদস্য এবং খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি।
এ সময় কুজেন্দ্র লাল ত্রিপুরা পাহাড়ের শান্তি সম্প্রীতি ও উন্নয়ন অগ্রযাত্রাকে বজায় রাখতে ভোটারদের ভোটকেন্দ্রে এসে পুনরায় শেখ হাসিনার নৌকা প্রতীককে জয়যুক্ত করার আহ্বান জানান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৩৪৬ জন। তার মধ্যে নারী ভোটার ২ লাখ ৫৩ হাজার ২৮৫ জন আর পুরুষ ভোটার ২ লাখ ৬২ হাজার ৬১ বলে খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।