দেশীয় অস্ত্র-শস্ত্র, ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০গ্রাম গাঁজা সহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার
বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্তুতি গ্রহণ করার সময় দেশীয় তৈরি একটি একনালা বন্দুক, ০২ রাউন্ড কার্তুজ, দেশীয় অস্ত্র-শস্ত্র, ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০গ্রাম গাঁজা সহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা :
লক্ষ্মীপুর জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারেক বিন রশিদ পিপিএম মহোদয়-এঁর সার্বিক দিক-নির্দেশনায় রায়পুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ইয়াছিন ফারুক মজুমদার স্যারের নেতৃত্বে এসআই (নিঃ)/ আবু হানিফ (১), এসআই (নিঃ)/ নুরুল ইসলাম, এসআই(নিঃ)/মোঃ আবু হানিফ(৩)
এএসআই(নিঃ) সফিক মিয়া, এএসআই(নিঃ) সাখাওয়াত হোসেন,সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর থানাধীন উত্তর চরপাতা সাকিনের ৫নং ওয়ার্ডস্থ ধারে আলী বাড়ির জনৈক জহিরের পরিত্যক্ত টিনের ঘরের সামনে অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্তুতি গ্রহণ করা কালে দেশীয় তৈরি একটি একনালা বন্দুক, ০২ রাউন্ড কার্তুজ, দেশীয় অস্ত্র-শস্ত্র, ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০গ্রাম গাঁজা সহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার করা হইয়াছে।
গ্রেফতারকৃত আসামী
১। আব্দুর রহিম প্রকাশ রনি(৩৫), পিতা-মোঃ শহিদুল্লাহ, মাতা-মৃত বেলী আক্তার ,গ্রাম- পূর্ব চরপাতা (মন্নান মুন্সী বাড়ী, ওয়ার্ড নং-০৮, ০৫নং চরপাতা ইউপি) , থানা- রায়পুর, জেলা -লক্ষ্মীপুর
২। রাকিব প্রকাশ সম্রাট(২১), পিতা-মৃত মোঃ আলী ,গ্রাম- চরপাতা (চরপাতা বর্ডার, ৫নং ওয়ার্ড, ০৫নং চরপাতা ইউপি) , থানা- রায়পুর, জেলা -লক্ষ্মীপুর
গ্রেফতারকৃত আসামী-আব্দুর রহিম প্রকাশ রনি এর বিরুদ্ধে পূর্বে ০২টি অস্ত্র মামলা সহ মোট ১০টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রহিয়াছে।