বিপুল ভোটের ব্যবধানে লাঙ্গল মার্কা জয়লাভ করবে
নিজস্ব প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোট হলে বিপুল ভোটের ব্যবধানে লাঙ্গল মার্কা জয়লাভ করবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে শ্যামপুর ও কদমতলীতে গণসংযোগের সময় তিনি এ মন্তব্য করেছেন। এ সময় তিনি কয়েকটি নির্বাচনী মিছিল ও পথসভায় বক্তব্য রাখেন। বাবলা গণসংযোগকালে ভোটারদের কাছে লাঙ্গল মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।
ভোটারদের উদ্দেশে বাবলা বলেন, জাতীয় পার্টি সবসময় দেশের কল্যাণে কাজ করেছে। আমাদের প্রতিটি নেতাকর্মী শান্তিপ্রিয়। আমরা সহিংসতায় বিশ্বাস করি না। আর জনগণও শান্তির পক্ষে। আমি বিশ্বাস করি এ এলাকার জনগণ যদি তাদের ভোট দেওয়ার সুযোগ পায়, সুষ্ঠু নির্বাচন হয় তাহলে লাঙ্গল মার্কা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে।
গণসংযোগকালে জাপার কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, কাউসার আহমেদ, ইব্রাহিম মোল্লা, শাহনাজ পারভীনসহ স্থানীয় জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।