প্রেমের টানে ইতালির মেয়ে আমতলীতে
মৃধা বেলাল বিশেষ প্রতিনিধি:
প্রেম কোনো ধর্ম-বর্ণ বা দেশ মানে না, তাই তো সুদূর ইতালি থেকে ছুটে এলেন বরগুনার আমতলী উপজেলার পৌরসভার ১নং ওয়ার্ডের সোনা মাতুব্বরের ছেলে নাসির মাতুব্বরের কাছে।
২১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় হেলিকপ্টারযোগে ইতালিয়ান তরুণি তার বাচ্চা নিয়ে আমতলী পৌরসভায় অবস্থান করেন। পরে নাসির মাতুব্বরের বাড়িতে চলে যায়। প্রায় ৬ বছর আগে ওই তরুণীর সাথে (সিনোমা) বিয়ে হয় নাসির মাতুব্বরের। এই দাম্পতির এক ছেলে সন্তান রয়েছে।
নাসির মাতুব্বরের পরিবারের সদস্যরা জানায়, পরিবার থেকে রাগ করে নাসির দেশের বাহিরে চলে যায়। কিছু দিন খোঁজ খবর না থাকলেও পরে যোগাযোগ হয় তাদের সাথে।
তারা বলেন, নাসির একটি ফার্মে কাজ করতেন। একপর্যায়ে ওই ইতালিয়ান তরুণীর সাথে নাসিরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপর তারা বিয়ে করেন। বাংলাদেশে শ্বশুর বাড়ি হওয়ায় ওই ইতালিয়ান তরুণী বাংলাদেশে বেড়াতে আসেন।
নাসিরের মা বলেন, আমাদের বাড়িতে আসার আগেও অনেক বার কথা বলেছি ভিডিও কলে। কিছুটা বাংলা ভাষাও বলতে পারে। সব ভাষা বুঝি না। আমার ছেলের বউ ও নাতির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান বলেন, ওই তরুণী ইতালি থেকে আজকে এসেছে। হেলিকপ্টারযোগে পৌরসভার মাঠে এসে নেমেছে। পৌরসভার সোনা মিয়া মাতুব্বরের ছেলে নাসির মাতুব্বরের বাড়িতে উঠেছে। আমাদের দেশকে ভালবেসে বাংলাদেশের ছেলেকে বিয়ে করেছে। এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।