যাত্রাবাড়ী এলাকা হতে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ০৭ জনকে গ্রেফতার করেছে র্যাব-১০
যাত্রাবাড়ী এলাকা হতে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ০৭ জনকে গ্রেফতার করেছে র্যাব-১০
নিজস্ব সংবাদদাতা :
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ০৭ জনকে গ্রেফতার করেছে র্যাব-১০।
গত ২০ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন উত্তর দনিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ০৭ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১।
একরামুল হাসান নাঈম (২৮), পিতা-মৃত আব্দুল্লাহ কাদের, সাং-দনিয়া, থানা-যাত্রাবাড়ী, ঢাকা, ২। মোঃ বাধন হোসেন (২২), পিতা-দেলোয়ার হোসেন, সাং-আড়িয়াল, থানা-টঙ্গীবাড়ী, জেলা-মুন্সিগঞ্জ, ৩। আবুল কালাম আজাদ (৪২), পিতা-মোঃ মাহতাব আলী, সাং-দনিয়া, থানা-যাত্রাবাড়ী, ঢাকা, ৪। জীবন দাশ (৪০), পিতা-মৃত রন দাশ, সাং-মালিপাড়া, থানা-মুরাদ নগর, জেলা-কুমিল্লা, ৫। মোঃ মনির হোসেন (৩৫), পিতা-মৃত জিল্লাল হোসেন, বাসা-দক্ষিণ দনিয়া, থানা-কদমতলী, ঢাকা, ৬।
মোঃ শাহ আলম (৪২), পিতা-মোঃ শামসুল হক, সাং-নাটেশ্বর, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সিগঞ্জ ও ৭। মোঃ নাঈমুর রহমান (৪০), পিতা-মৃত সাইফুর রহমান, সাং-দনিয়া, থানা-যাত্রাবাড়ী, ঢাকা বলে জানা যায়। এ সময় তাদের নিকট থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ০১টি চাইনিজ কুড়াল, ০৪টি সুইচ গিয়ার চাকু, ০১টি চাকু, ০১টি রশি ও ০১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ ঢাকার যাত্রাবাড়ী ও কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি ও মাদক ব্যবসা করে আসছিল। এছাড়া তারা ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে যানবাহন থামিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে সেখান থেকে দ্রæত পালিয়ে যেত বলে জানা যায়।
এছাড়াও গ্রেফতারকৃত একরামুল, বাধন, জীবন ও শাহ আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা মামলা, মাদক মামলা ও মারামারি মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।