হেরোইনসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০
হেরোইনসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০;
নিজস্ব সংবাদদাতা :
রাজধানীর যাত্রাবাড়ী ও মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকা হতে প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যমানের ৫০ কেজি গাঁজা ও ১৫০ গ্রাম হেরোইনসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০; মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ।
গতকাল ২০ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ দুপুরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন উত্তর দনিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ১৫,০০,০০০/- (পনেরো লক্ষ) টাকা মূল্যমানের ৫০ (পঞ্চাশ) কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। রানা আহম্মেদ @পিয়াস (২৫), পিতা-মৃত মিজানুর রহমান, সাং-নানুপুর, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর ও ২। মোঃ জাহাঙ্গীর আলম (৫০), পিতা-মৃত ইসমাইল, সাং-বঙ্গারচক, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার জব্দ করা হয়।
এছাড়া একই তারিখ রাতে র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন বালাশুর এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ১৫,০০,০০০/- (পনেরো লক্ষ) টাকা মূল্যমানের ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মিঠুন দেবনাথ (৩৪), পিতা-অরুন দেবনাথ, সাং-বালাশুর, থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ বলে জানা যায়।