জনগণ ভোট দিয়ে নৌকার প্রার্থীকে নির্বাচিত করবে

0 ৩৬৪

জনগণ ভোট দিয়ে নৌকার প্রার্থীকে নির্বাচিত করবে

 

সোহাগ মিয়া, খাগড়াছড়ি 

 

দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ কাশেম বলেছেন, আওয়ামী লীগ সরকার পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করেছে। এছাড়া এক সময়ে পিছিয়ে পড়া পার্বত্য খাগড়াছড়ি জেলা আজ উন্নয়নের রোল মডেল। খাগড়াছড়ির শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ও যোগাযোগ ব্যাবস্থায় আমুল পরিবর্তন এসেছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নাই। 

 

সোমবার বিকেলে উপজেলার বোয়ালখালী নতুন বাজারে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরার পক্ষে নির্বাচনী জনসংযোগকালে এসব কথা বলেন তিনি।

 

নির্বাচনী প্রচারে কোন বাঁধার সম্মুখীন হচ্ছেন কিনা? এমন প্রশ্নের জবাবে হাজী মোহাম্মদ কাশেম বলেন, যতো বাঁধাই আসুক জনগণ ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করবে।

 

জনসংযোগকালে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন, নিউটন মহাজন, সাংগঠনিক সম্পাদক মো. সফিক, মনিরুল ইসলাম ফরাজি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু প্রমূখ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.