জেনারেল ও সেসিপে নিয়োগের পরবর্তী সুপারিশ আগামী সপ্তাহেই

0 ৫৫

জেনারেল ও সেসিপে নিয়োগের পরবর্তী সুপারিশ আগামী সপ্তাহেই

নিজস্ব প্রতিবেদক :

স্কুল,কলেজ,মাদ্রাসা ও সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) আওতাধীন বেসরকারি স্কুল-কলেজে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া প্রার্থীদের আগামী সপ্তাহেই পরবর্তী ধাপের নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে। চূড়ান্ত সুপারিশের ফল প্রস্তুত করতে টেলিটককে নির্দেশনা দেওয়া হয়েছে।মঙ্গলবার (২৬ ডিসেম্বর) আলাপকালে এসব তথ্য জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ।

 

সেসিপে ১৪৮ জন ও চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ২৭৬ জন আবেদন করে নির্বাচিত হলেও বিভিন্ন কারণে প্রথম দফায় নিয়োগের সুপারিশ পাননি। অবশেষে তাদের শিক্ষক পদে নিয়োগে চূড়ান্ত সুপারিশের সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

 

নিয়োগ সুপারিশের বিষয়টি সংশ্লিষ্ট সুপারিশপ্রাপ্ত প্রার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে এসএমএস যোগে অবহিত করা হবে। সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে এনটিআরসিএ-এর ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) অথবা সরাসরি htttp://ngi.teletalk.com.bd লিংকে প্রবেশ করে স্ব স্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে নিয়োগ সুপারিশপত্র ডাউনলোড করে নিতে হবে।

 

এ বিষয়ে এনটিআরসিএ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, জেনারেল এবং সেসিপে নিয়োগের চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের তথ্য টেলিটকের কাছে পাঠানো হয়েছে। আশা করছি আগামী সপ্তাহে মঙ্গলবার অথবা বুধবার প্রার্থীরা চূড়ান্ত সুপারিশ পাবেন।

Leave A Reply

Your email address will not be published.