নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণ

0 ১৩৫

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের নেতৃত্বে লিফলেট বিতরণ করেছেন দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) গোপীবাগ থেকে টিকাটুলি মোড় পর্যন্ত বিভিন্ন বিপনীকেন্দ্র ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন তারা।

লিফলেট বিতরণকালে ইশরাক হোসেন এ নির্বাচন প্রত্যাখ্যান করে ভোটারদের ভোট দিতে না যেতে আহ্বান জানান। একইসঙ্গে বিএনপির ঘোষিত অসহযোগ আন্দোলনকে সমর্থন রাস্তায় নামতে জনগণকে অনুরোধ করেন।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাফর ইকবাল লিটন, সহ-সভাপতি জীবন আহমেদ, সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন, যুবদল সভাপতি শোয়েব প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.