আমাদের আন্দোলন চলছে চলবে ও রাজপথে থাকব

0 ৮৭

আমাদের আন্দোলন চলছে চলবে ও রাজপথে থাকব

 

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আমরা জনগণের অনুভূতি ও মনোভাব বুঝতে পেরেছি। তারা ৭ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ করবে না। তাই আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে রাজপথে থেকে নির্বাচন বর্জন করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের আন্দোলন চলছে, চলবে ও রাজপথে থাকব।

শুক্রবার (২৯ নভেম্বর) সেগুনবাগিচা তাঁতি দলের উদ্যোগে ভোট বর্জনের পক্ষে লিফলেট বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

ফারুক বলেন, জনগণ যেটা চায়, সরকার সেটা চায় না। তাই সরকার এবং সরকারি দল কি বলছে সেটা বড় কথা নয়। ৭ জানুয়ারি নির্বাচনের নামে যে নাটক মঞ্চস্থ করা হবে। তাতে দেশের ৮০ ভাগ মানুষের সমর্থন নেই।

জয়নাল আবদিন ফারুক বলেন, সংবিধান মানুষের জন্য আর সে সংবিধান পরিবর্তন করা যায়।

এসময় উপস্থিত ছিলেন— তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক গোলাপ মঞ্চর, মোস্তফা কামাল, শাখাওয়াত হোসেন আশিক প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.