গলাচিপার ডাকুয়ায় জমিজমার জের ধরে দু’পক্ষের উত্তেজনা পুলিশের বাধায় নিয়ন্ত্রন

0 ৬৬

গলাচিপার ডাকুয়ায় জমিজমার জের ধরে দু’পক্ষের উত্তেজনা পুলিশের বাধায় নিয়ন্ত্রন

 

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ 

পটুয়াখালীর গলাচিপায় ডাকুয়ায় জমিজমার জের ধরে দু’পক্ষের উত্তেজনা ছড়িয়ে পড়লে গলাচিপা থানা পুলিশের বাধায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

 

ঘটনাটি ঘটেছে উপজেলা ডাকুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গাজী বাড়িতে বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে। এ বিষয়ে শাহিন গাজী ওরফে হাদী গাজী বলেন জমির প্রকৃত মালিক আমি। কিন্তু প্রতিপক্ষরা কীভাবে মালিক দাবী করছে তা আমি জানি না। প্রতিপক্ষরা গায়ের জোরে আমার জমি দখল করার জন্য বিভিন্ন সময় আমার জমির বেড়া ভেঙ্গে নষ্ট করে। প্রায় সময় গাছপালা ভেঙ্গে ফেলে। আমাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছে।

 

কিন্তু আমি সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সবকিছু সহ্য করে গলাচিপা থানাকে সব বিষয় অবহিত করি। প্রতিপক্ষরা প্রায় সময়ই গায়ে পড়ে ঝগড়া করার চেষ্টা করে আসছে। এ বিষয়ে প্রতিপক্ষ সোহান গাজী বলেন, আমাকে হাদী গাজী আমার পথরোধ করে আমাকে মারধর করেছে। ওই জমি আমাদের। জমিটা উদ্ধারের জন্য আমি থানায় জিডি করেছি। আমাদের উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে গলাচিপা থানা পুলিশ এসে বিষয়টি মীমাংসার ব্যবস্থা করেন।

 

এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সালমা বেগম বলেন, হাদী গাজী এবং সোহান গাজী এরা পরস্পর একই বাড়ি ও আত্মীয় স্বজন। তাদের ডাকাডাকিতে গলাচিপা থানা পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়। এ বিষয়ে ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত রায় বলেন, বিষয়টি আমি শুনেছি। সালিশী চলমান আছে।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে বিষয়টি নিয়ে দু’পক্ষকে নোটিশ করে ইউনিয়ন পরিষদে এনে কাগজপত্র পর্যালোচনা করে মীমাংসার ব্যবস্থা করব। এ বিষয়ে গলাচিপা থানার এ.এস.আই মো. নজরুল ইসলাম বলেন, আইন শৃঙ্খলা রক্ষা করতে পরিস্থিতি শান্ত রাখার জন্য হাদী গাজী এবং সোহান গাজীকে গলাচিপা থানায় নিয়ে আসি। তারা মুচলেকা দিয়ে চলে যায়।

Leave A Reply

Your email address will not be published.