ছাত্রদল রাজপথে থেকে লুণ্ঠিত গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনবে

0 ৭৩

ছাত্রদল রাজপথে থেকে লুণ্ঠিত গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনবে।

 

নিজস্ব প্রতিবেদক

‘ডামি’ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শাকির আহমেদের নেতৃত্বে রাজধানীর আদাবর-শেখেরটেক এলাকায় সংগঠনটির নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও  গণসংযোগ করেন।

ছাত্রদল নেতা শাকির আহমেদ বলেন, অবৈধ তফসিল দেশের সব স্তরের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। অবৈধ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য জনগণের যে দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে তাদের আন্দোলন, সংগ্রাম চালিয়ে যাবে। ছাত্রদল রাজপথে থেকে লুণ্ঠিত গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনবে।

কর্মসূচিতে- ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এইচ এম মাসুম বিল্লাহ, ঢাবির অমর একুশে হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান বাপ্পী, ঢাবির ফজলুল হক মুসলিম হলের দপ্তর সম্পাদক সোহানুর রহমান সোহাগ, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল খান, ঢাকা কলেজের দপ্তর সম্পাদক মো. উজ্জ্বল গাজী, তেজগাঁও কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহাবুব, ইন্টারন্যাশনাল হলের সিনিয়র সহ-সভাপতি রাশিকুল ইসলাম শাহিল, আহমেদ সাফওয়ান, জুবায়েদ ফরাজী, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল নেতা মো. মেহেদী প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.