বকশীগঞ্জে মহিলার লাশ উদ্ধার আটক – ৫

0 ৯৮

বকশীগঞ্জে মহিলার লাশ উদ্ধার আটক – ৫

 

রতন ইনতিসার বকশীগঞ্জ প্রতিনিধি ।।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়াকামালপুর ইউনিয়নে বালুগাঁও গ্রাম থেকে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৯ ডিসেম্বর শুক্রবার দিবাগত মধ্য রাতে বকশীগঞ্জ থানার পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত মহিলার মা, ভাই ও ভাতিজীসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

 

জানা যায়, বকশীগঞ্জ উপজেলার ধানুয়াকামালপুর ইউনিয়নের কামালপুর বালুগাঁও গ্রামে নিহত বাশনা বেগমের সাথে ২৯ ডিসেম্বর তার মা রশিদা বেগমের মুরগী নিয়ে কথা কাটাকাটি হয়। এর পর থেকে নিখোঁজ হয় বাশনা বেগম(৩৫)।

 

পরে বকশীগঞ্জ থানার পুলিশ বাশনার মায়ের বাড়ী থেকে ঘরের তালা ভেঙে রক্তাক্ত অবস্থায় বাশনার লাশ উদ্ধার করে।

 

এব্যাপারে বাশনার সৎ ভাই অহিদুল (৫০), ভাবী রুমি বেগম(৪০),ভাতিজী জান্নাতি (১৫), মা রশিদা বেগম (৪৩) ও ভাতিজা ইমরান(২০)কে আটক করেছে বকশীগঞ্জ থানার পুলিশ। নিহত বাসনার ছোট ভাই রুবেল মিয়া বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ খান জানান, লাশ উদ্ধার হয়েছে। আইনগত প্রক্রিয়া ও তদন্ত চলমান। আটক ব্যাক্তিদের জিজ্ঞাসাবাদ চলমান আছে।

Leave A Reply

Your email address will not be published.