বক্স বিহীন ৮০ (আশি) পিস বিভিন্ন মডেলের মোবাইল ফোন উদ্ধার

0 ৬০

বক্স বিহীন ৮০ (আশি) পিস বিভিন্ন মডেলের মোবাইল ফোন উদ্ধার।

 

নিজস্ব সংবাদদাতা :

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ২৫০০০ পিস Tapentadol Tablets এবং পুরাতন ও বক্স বিহীন ৮০ (আশি) পিস বিভিন্ন মডেলের মোবাইল ফোন উদ্ধার।

 

গত ৩১/১২/২৩খ্রিঃ তারিখ ১৭:৫০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি টিম কুমিল্লা জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা বুড়িচং থানাধীন ময়নামতি ইউপির নাজিরা বাজার সাকিনস্থ ঢাকা-টু-চট্টগ্রাম গামী মহাসড়কের উত্তর পাশে সাকুরা সিএনজি ফিলিং ষ্টেশনের পূর্ব পাশে USB কুরিয়ার পার্সেল এন্ড সার্ভিসে বুকিং অফিসে পৌঁছে উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় উক্ত বুকিং অফিসের ষ্টোর রুম তল্লাশী করে ০৬টি কাটুনের ভিতরে রক্ষিত মোট ২৫০০০ (পঁচিশ হাজার) পিস

 

Tapentadol Tablets 100 mg এবং পুরাতন ও বক্স বিহীন ৮০ (আশি) পিস বিভিন্ন মডেলের মোবাইল ফোন উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মোবাইল ফোনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে USB কুরিয়ার পার্সেল এন্ড সার্ভিসের ম্যানেজার মোঃ হাসান (২২) জানায় যে, উক্ত ০৬টি কাটুনের ০৪টি কাটুন ঢাকা ও বাকী ০২টি গোপালগঞ্জ ডেলিভারী করার জন্য GUMTI EXPO, Contract No: 01719644716, Address: Cumilla Cantonment, তাদের অফিসে বুকিং দিয়েছে মর্মে ০৪টি বুকিং রশিদ প্রদান করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য, মোবাইল ফোন সহ ০৪টি বুকিং রশিদ উপস্থিত সাক্ষীদের মোবাবেলায় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

 

এ সংক্রান্তে উক্ত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা এর বুড়িচং থানার মামলা নং- ০১, তারিখ- ০১/০১/২০২৪ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ২৯(গ)/৪১ তে মামলা রুজু করা হয়।

Leave A Reply

Your email address will not be published.