বরগুনা আমতলীতে নৌবাহিনীর টহল 

0 ১১০

বরগুনা আমতলীতে নৌবাহিনীর টহল 

 

বিশেষ প্রতিনিধি মৃধা বেলাল। 

 

জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য আমতলীতে বুধবার সকাল থেকে টহল শুরু করেছে নৌবাহিনীর সদস্যরা।

 

মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে খুলনার বিএমএস তিতুমীর নৌ ঘাঁটি থেকে আমতলী উপজেলায় পৌঁছায় নৌ-বাহিনীর সদস্যারা । বুধবার (৩ জানুয়ারি) থেকে কমান্ডার মো. জিয়াউল হকের নেতৃত্বে দায়িত্ব পালন করবেন তারা।

 

নৌবাহিনীর সদস্যরা ভোটগ্রহণের আগে, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরে শান্তিশৃঙ্খলা নিয়ন্ত্রণ নিশ্চিত করার জন্য ৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন ও স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করবেন।

 

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনা এবং ভোলা জেলাসহ উপকূলীয় ১৯টি উপজেলায় নৌবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

 

এবিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আশ্রাফুল আলম বলেন, বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার জন্য নৌ বাহিনীর সদস্যরা এসেছেন।

 

তারা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন, ভোটারদের নিরাপত্তা দিবেন, টহলে দিবেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেটও ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে কাজ করবেন। এছাড়াও কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সেখানেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কাজ করবেন।

Leave A Reply

Your email address will not be published.