শামীম গাজী’কে রাজধানীর কদমতলী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০

0 ৭১

শামীম গাজী’কে রাজধানীর কদমতলী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

 

নিজস্ব সংবাদদাতা :

রাজধানীর ওয়ারী এলাকায় ট্রাক চাপা দিয়ে প্রাইভেট কার চালক মহিউদ্দিন হত্যা মামলায় পলাতক ঘাতক ট্রাক চালক শামীম গাজী’কে রাজধানীর কদমতলী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

 

রাজধানী ঢাকার মগবাজার এলাকায় ভাড়াটিয়া বাসায় বাসবাসকারী মোঃ মহিউদ্দিন মাল (৩০) নামক এক প্রাইভেট কার চালক সে প্রাইভেট কার চালিয়ে তার জীবিকা নির্বাহ করে করতো। মহিউদ্দিন প্রতিদিনের ন্যায় গত ০৮/১১/২০২৩ খ্রিঃ তারিখ প্রাইভেট নিয়ে চট্টগ্রাম হতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে রাজধানী ঢাকার ওয়ারী থানাধীন চন্দ্রী চরণ বোস স্ট্রীট এলাকার পাকা রাস্তার উপর পৌছামাত্র আনুমানিক রাত ২৩:১৫ ঘটিকায় পেছন থেকে অজ্ঞাত চালক মালবাহী একটি ট্রাক দিয়ে দ্রæত ও বেপরোয়া গতিতে ওভারটেক করার সময় মহিউদ্দিনের প্রাইভেট কারটিকে চাপা দেয় এবং কৌশলে দ্রæত ঘটনাস্থল হতে পালিয়ে যায়।

 

যার ফলে প্রাইভেট কারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং প্রাইভেট কারের চালক মহিউদ্দিন গুরুতর আহত হয়। উক্ত ঘটনার পর স্থানীয় লোকজন ওয়ারী থানা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সহযোগীতায় মহিউদ্দিনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিনকে মৃত ঘোষনা করেন। পরবর্তীতে পুলিশ মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করতঃ লাশ মর্গে প্রেরণ করেন।

 

উক্ত ঘটনায় মৃত মোঃ মহিউদ্দিনের মালের ছোট ভাই মোঃ মিজান (২৮) বাদী হয়ে রাজধানী ঢাকার ওয়ারী থানায় ট্রাক চাপা দিয়ে প্রাইভেট কার চালক মহিউদ্দিনকে হত্যার অভিযোগে অজ্ঞাতনামা ঘাতক ট্রাক চালকের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-০৪(০৯)২৩, ধারা-৯৮/১০৫ সড়ক পরিবহন আইন ২০১৮।

 

পরবর্তীতে ওয়ারী থানা পুলিশ অধিনায়ক, র‌্যাব-১০ বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করে। উক্ত অধিযাচনপত্রের বিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল হত্যাকাÐের বিষয়টি জানতে পেরে উক্ত হত্যাকাÐে জড়িত অজ্ঞাতনামা ঘাতক ট্রাকের চালক’কে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

 

এরই ধারাবাহিকতায় গতকাল ০২ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক বিকাল ১৬:১০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানী ঢাকার কদমতলী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে উল্লেখিত রাজধানীর ওয়ারী এলাকায় ট্রাক চাপা দিয়ে প্রাইভেট কার চালক মহিউদ্দিন হত্যা মামলায় পলাতক ঘাতক ট্রাকের চালক মোঃ শামীম গাজী (৪৩), পিতা-মৃত মোবারক গাজী, সাং-আওড়াপুর, থানা-কদমতলী, ঢাকা’কে গ্রেফতার করে।

Leave A Reply

Your email address will not be published.