রাজধানীর গোপীবাগে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার বেনাপোল এক্সপ্রেস

0 ১১২

রাজধানীর গোপীবাগে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার বেনাপোল এক্সপ্রেস

 

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গোপীবাগে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) ট্রেন। এ কারণে আজ আর বেনাপোল যাবে না দগ্ধ ট্রেনটি। ৭৯৬ নম্বর ট্রেনটির রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে ঢাকা রেলওয়ে স্টেশনের দায়িত্বশীল সূত্রে বিষয়টি জানা গেছে।

সূত্র জানায়, বেনাপোল এক্সপ্রেসের রেক চায়নিজ কোচের। ট্রেনের পাওয়ার কারসহ বেশ কয়েকটি কোচ পুড়ে গেছে। ঢাকায় কোনো চায়নিজ কোচ অতিরিক্ত নেই, পাওয়ার কারও নেই।

এ বিষয়ে রেলের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, টিকিট ফেরত নেওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, তবে দ্রুত সিদ্ধান্ত হয়ে যাবে। বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেসের যাত্রীরা কাউন্টারে টিকিট ফেরত দিয়ে টাকা নিতে পারবেন।

এদিকে ঘটনাস্থলে দেখা গেছে, এখনো (রাত ১০টা ৫৫ মিনিট) ফায়ার সার্ভিস কাজ করছে। পাওয়ার কার থেকে ধোঁয়া বের হচ্ছে। তবে লোকোমোটিভ রেক থেকে আলাদা করে রাখা হয়েছে।

এর আগে গত ১৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ৪ জনের মৃত্যু হয়।

Leave A Reply

Your email address will not be published.