শরীয়তপুরে ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের আগুন!
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের নড়িয়ায় চরমোহন সুরেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে বেশ কয়েকটি বেঞ্চ পুড়ে গেছে। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এছাড়া একই ইউনিয়িনের চরলাউলানি বারৈপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আগুন দেয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে একদল দুর্বৃত্তরা নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ৬৫নং চরমোহন সুরেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে জানালা দিয়ে আগুন দেয়। আগুনে বেঞ্চ পুড়ে যায়।
স্থানীয়রা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। শরীয়তপুরের পুলিশ সুপার (এসপি) মো. মাহবুবুল আলম বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ মাঠে কাজ করছে।’