প্রতিপক্ষের হামলায় আহত এক র,মে,কে,ভর্তি থানায় অভিযোগ

0 ২৩২

রংপুরে পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আহত এক র,মে,কে,ভর্তি থানায় অভিযোগ। 

 

মাটি মামুন রংপুর। 

 

ঘটনাটি ঘটে গত ০৬/০১/২০২৪ তারিখ বিকেল ৪ টার দিকে রংপুর নগরীর পরশুরাম থানা ধিন চিলারঝাড় নামক এলাকায়।

হাসপাতাল ও অভিযোগ সূত্রে জানা যায়। 

 

নগরীর ৪ নং ওয়ার্ড চিলারঝাড় শ্যামলার বাজার নামক এলাকার দুলালের মুনিহারী দোকানের সামনে ওয়াহেদ আলীর পুত্র সিয়াম মিয়া (২৩) মৃত ফকার রহমান এর পুত্র ওয়াহেদ আলী (88) রাস্তার উপর পারিবারিক ঝগড়াঝাটি চলছিলো।

এমনতো অবস্থায় একই এলাকার মৃত বাবু রাম এর পুত্র শুভ রায় (২৮) শ্যামলার বাজারস্থ দুলালের মুনিহারী দোকানের সামনে উচ্চ পারিবারিক ঝগড়া দেখতে পায়। তখন তাদের ঝগড়া থামানোর জন্য শুভ তাদের সরিয়ে দিতে গেলে তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে।

একপর্যায়ে সিয়াম এর হাতে থাকা ধারালো ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে শুভ কে মাথায় কোপ মারে শুভ মাথা সামান্য ডানে সরিয়ে নেয় যার ফলে উরু কোশ মাথার বাম পাশে কানের উপর লেগে কাটা গুরুতর রক্তাক্ত জখম হয়।

এছাড়াও সিয়ামের সাথে থাকা অন্যান্য তাদের হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়িভাবে মারধর করে ছিলা ফোলা জখম করে এবং তার প্যান্টের পকেটে থাকা নগদ ২৩,৫০০/-(তেইশ হাজার পাঁচশত) টাকা নিয়ে নেয়।

তার ডাকচিৎকারে অত্রএলাকার স্থানীয় ইদ্রিশ আলী,

বকুল মিয়া ও দুলাল মিয়া এগিয়ে আসলে উক্ত হামলাকারীরা বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও প্রাণ নাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

শুভ কে উদ্ধার করে দ্রুত এ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করায়।

বর্তমানে শুভু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারীর ১৫ নং ওয়ার্ডে চিকিৎসা ধিন অবস্থা আছেন।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পরশুরাম থানায় ২ জন ও ৪.৫ জন অজ্ঞাত আসামী করে অভিযোগ করেন ভুক্তভোগী শুভ।

Leave A Reply

Your email address will not be published.