গলাচিপায় আগুনমুখা নদী থেকে ব্যবসায়ী লাশ উদ্ধার
গলাচিপায় আগুনমুখা নদী থেকে ব্যবসায়ী লাশ উদ্ধার
মোঃ নাসির উদ্দিন ,গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার হরিদেব পুর খেয়া ঘাট থেকে মঙ্গলবার বিকেলে টিসিবি পন্যবাহী একটি স্টিল ট্রলার চরবিশ্বাস নেয়ার পথে আগুন মূখা নদীত আর এক যাত্রীবাহী ট্রলারের সাথে মুখোমুখি সংঘর্ষে সালাম খান (৩৮) নামের একজন নদীতে পরে নিখোঁজ হয়। পরে স্থানীয় জনসাধারণ ও ফায়ার সার্ভিস ও পুলিশ অভিযান করেও নিখোঁজ ব্যাক্তির সন্ধান করতে পারেনি।
পরে গভীর রাতে নদীতে থাকা জেলেদের জালে মৃত অবস্থায় জেলারা তার লাশ উদ্ধার করে। পুলিশ খবর পেয়ে ১০ জানুয়ারী বুধবার ভোর ছয় টায় নিহত সালাম এর মৃত দেহ উদ্ধার করে। মৃত ব্যাক্তি চর বিশ্বাস ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের মোঃ সায়েদ খান এর ছেলে।
পুলিশি সূত্রে জানা যায়, নিহত সালাম এর এক আত্মীয় ঢাকায় হার্ডএ্যাটাক করে মারা যান। ঢাকা থেকে মৃত ব্যাক্তির লাশ আনতেই বন্যাতলী আসার পথে আগুন মূখা নদীর মোহনায় টিসিবি’র পণ্যবাহী ট্রলারের সাথে এ দূর্ঘটনা ঘটে।
এবিষয়ে গলাচিপা থানার ওসি ফেরদৌস আলম খান জানান, নিখোঁজ হওয়া ব্যাক্তির মৃত উদ্ধার হয়েছে বর্তমানে মর্গে প্রেরণ সহ পরবর্তী আইনী কার্যক্রম চলছে।