নির্বাচন প্রত্যাখান করায় সাধারণ ভোটারদের ধন্যবাদ
নির্বাচন প্রত্যাখান করায় সাধারণ ভোটারদের ধন্যবাদ
নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখান করায় সাধারণ ভোটারদের ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে ছাত্রদল।
বুধবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর শুক্রাবাদ ও সোবহানবাগ এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, দেশের জনগণ নির্বাচন বর্জনের মাধ্যমে এই ফ্যাসিবাদী সরকারকে লাল কার্ড দেখিয়েছে। জনগণের রায়ের প্রতিফলন ঘটানোর জন্য আমরা রাজপথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। কঠোর আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে তারপরই ছাত্রদল ঘরে ফিরবে ইনআশাল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-মুক্তিযোদ্ধা সম্পাদক লাবু ব্যাপারী, ঢাবি অমর একুশে হলের সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান বাপ্পী, ফজলুল হক মুসলিম হলের দপ্তর সম্পাদক সোহানুর রহমান সোহাগ, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, ঢাকা কলেজের দপ্তর সম্পাদক মো. উজ্জ্বল গাজীসহ অন্যান্য ইউনিটের নেতাকর্মীরা।
ঢাবি ছাত্রদলের লিফলেট বিতরণ
নির্বাচন বর্জন করা ভোটারদের ধন্যবাদ জানিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল। এ সময় নির্বাচন বর্জন করা ভোটারদের ‘দেশপ্রেমিক’ বলে আখ্যায়িত করেন তারা।
বুধবার বিকেলে কর্মসূচিটি রাজধানীর নিউমার্কেটের ১নং গেট থেকে শুরু হয়ে ঢাবির শাহনেওয়াজ হল, কুয়েত-মৈত্রী হল, ফজিলাতুন্নেছা মুজিব হল, সমাজকল্যাণ ইন্সটিটিউট, বিডিআর-৩ নং গেট হয়ে পুনরায় শাহনেওয়াজ হলের সামনে এসে শেষ হয়।