গেন্ডারিয়া থানাধীন ফজলুল হক মহিলা কলেজ মাঠ প্রাঙ্গণে *ওপেন হাউজ ডে* অনুষ্ঠিত

0 ৭৩

গেন্ডারিয়া থানাধীন ফজলুল হক মহিলা কলেজ মাঠ প্রাঙ্গণে *ওপেন হাউজ ডে* অনুষ্ঠিত হয়।

 

নিজস্ব সংবাদদাতা :

গেন্ডারিয়া থানাধীন ফজলুল হক মহিলা কলেজ মাঠ প্রাঙ্গণে *ওপেন হাউজ ডে* অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মোহাম্মদ ইকবাল হোসাইন, বিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার, ওয়ারী বিভাগ, ডিএমপি, ঢাকা। এছাড়া উপস্থিত ছিলেন

*বিশেষ অতিথি:*
১। জনাব এস এম শামীম, অতি: উপ পুলিশ কমিশনার, ওয়ারী জোন, ডিএমপি, ঢাকা,
২। জনাব কপিল দেব গাইন, এসি পেট্রোল, ওয়ারী জোন, ডিএমপি, ঢাকা,

৩। জনাব শহিদুল্লাহ মিনু, ৪৬ নং ওয়াড কাউন্সিলর ও প্যানেল মেয়র এবং সভাপতি, গেন্ডারিয়া থানা আওয়ামী লীগ ও গেন্ডারিয়া থানা কমিউনিটি পুলিশিং,

৪। জনাব হাজি মো: শামছুজ্জোহা, কাউন্সিলর ৪৫ নং ওয়ার্ড,
৫। জনাব শেখ সাথী আক্তার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর,
৬। বীর মুক্তিযোদ্দা জনাব শফিউর রহমান দুলু, সভাপতি, গেন্ডারিয়া থানা সম্মিলিত মুক্তিযোদ্ধা ফোরাম
৭ জনাব মো: মোস্তাফিজুর রহমান,

অফিসার ইনচার্জ, গেন্ডারিয়া থানা, ডিএমপি, ঢাকাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার গন্যমান্য ৩০০-৩৫০ জন ব্যাক্তিবর্গ। গেন্ডারিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত), ইন্সপেক্টর (অপারেশন) সহ সকল অফিসার ও ফোর্সগন।

Leave A Reply

Your email address will not be published.