বকশীগঞ্জে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত
রতন ইনতিসার,বকশীগঞ্জ(জামালপুর) সংবাদদাতা :
জামালপুরের বকশীগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মনির হোসেন (৩০) নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ১ জন।
বুধবার সকালে বকশীগঞ্জ- কামালপুর সড়কের ড্রামের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে,কুড়িগ্রাম জেলার রৌমারী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি যাত্রী মনির।
নিহত মনির কুড়িগ্রাম জেলার নাগেস্বরী উপজেলার কালিরচর এলাকার তছের আলীর ছেলে। একই সময় গুরুতর আহত হয় মাহবুর রহমান (২৬)। স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা করেন। মাহবুর একই এলাকার মহসিন মিয়ার ছেলে।
বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়৷ তবে বাস, সিএনজিসহ চালকদের আটক করা সম্ভব হয়নি। তদন্ত চলছে। আইনি প্রক্রিয়া চলমান।