০২ জন সদস্য গ্রেফতার ও ০৪ টি সিএনজি অটোরিক্সা উদ্ধার

0 ৬৪

০২ জন সদস্য গ্রেফতার ও ০৪ টি সিএনজি অটোরিক্সা উদ্ধার।

 

নিজস্ব সংবাদদাতা :

সিএমপি চান্দগাঁও থানার অভিযানে আন্তঃজেলা সিএনজি অটোরিক্সা চোরচক্রের ০২ জন সদস্য গ্রেফতার ও ০৪ টি সিএনজি অটোরিক্সা উদ্ধার।

 

বাদি সৌরাত মাহামুদ আবিদের মালিকানায় একটি সিএনজি অটোরিক্সা, যাহার রেজিঃ নং-চট্টগ্রাম- থ-১৩-৯১০৮ ২৫/০১/২০২৪ খ্রি. দুপুর অনুমান ০১:৩০ ঘটিকা থেকে একই তারিখ দুপুর অনুমান ০১:৪৫ ঘটিকার মধ্যেবর্তী সময়ে ঘটনাস্থল চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা সিডিএ গার্লস স্কুল এন্ড কলেজের সামনে রাস্তার উপর থেকে অজ্ঞাতনামা চোর/চোরেরা চুরি করে নিয়ে যায় মর্মে এজাহারের ভিত্তিতে চান্দগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

 

মামলা রুজুর পর গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্তকারী অফিসার এসআই (নিঃ) মোঃ আব্দুল মোনাফ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে আন্তঃ জেলা সিএনজি অটোরিক্সা চোর চক্রের সদস্য মোঃ জামশেদ উদ্দিন ও মোঃ জমশেদেকে ২৫/০১/২০২৪ খ্রি. তারিখ চান্দগাঁও থানাধীন পশ্চিম মোহরা এলাকা থেকে গ্রেফতার করেন এবং তাদের হেফাজত হতে বাদির চোরাই যাওয়া সিএনজিটি উদ্ধার করেন।

 

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তাদের হেফাজতে আরো চোরাই সিএনজি আছে। তাদের স্বীকারোক্তি মোতাবেক প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন কাপ্তাই রোডের গোলাপের দোকান এলাকা থেকে ২৬/০১/২০২৪ খ্রি. আরো ০৩টি চোরাই সিএনজি উদ্ধার করা হয়।

 

আটককৃতরা দীর্ঘদিন যাবৎ সিএমপি’র চান্দগাঁও থানা এলাকাসহ চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলার অন্যান্য থানা এলাকা থেকে সিএনজি চুরিসহ চোরাই সিএনজি সংগ্রহ করে সুযোগ বুঝে বিভিন্ন এলাকায় বিক্রি করে মর্মে জানা যায়।

 

উদ্ধারকৃত সিএনজি অটোরিক্সা সমূহঃ*

১) ০১ (এক) টি সিএনজি অটোরিক্সা, যাহার রেজিঃ নং-চট্টগ্রাম-থ-১৩-৯১০৮, ইঞ্জিন নং- AZZWFL44800, চেসিস নং- MD2A27AZ9FWL23161, (চান্দগাঁও থানার মামলা নং-২৭(০১)২৪ এর চোরাই যাওয়া আলামত)

২) ০১ (এক) টি সিএনজি অটোরিক্সা, যাহার রেজিঃ নং-চট্টগ্রাম-থ-১৩-৬২৫৬, ইঞ্জিন নং- AFZWCG69150, চেসিস নং-অস্পষ্ট,

৩) ০১ (এক) টি সিএনজি অটোরিক্সা, যাহার রেজিঃ নং-চট্টগ্রাম-থ-১২-০৯২৬, ইঞ্জিন নং- AAMBRL-76485, চেসিস নং-অস্পষ্ট,

৪) ০১ (এক) টি নাম্বার বিহীন সিএনজি অটোরিক্সা, যাহার ইঞ্জিন নং- AZXWLJ86803, চেসিস নং-

MD2AAAFZZKWG-18512.

Leave A Reply

Your email address will not be published.