খাগড়াছড়িতে বিপুল পরিমান দেশীয় চোলাইমদ সহ গ্রেফতার-২
সোহাগ মিয়া, খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার সদর উপজেলায় গোলাবাড়ি এলাকায় খাগড়াছড়ি চট্টগ্রাম মহাসড়কে গবাদি পশুর খাদ্যের বস্তার আড়ালে অভিনব কৌশলে বিপুল পরিমাণে অবৈধ“দেশীয় চোলাইমদ” পরিবহনকালে মিনি ট্রাক সহ ০২ জনকে গ্রেফতার করেন খাগড়াছড়ি জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল।
পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম (বার) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান খাগড়াছড়ি জেলাকে মাদকমুক্ত করার প্রত্যয়ে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় মাদক চোরাকারবারিদের অবৈধ মাদকদ্রব্য (দেশীয় চোলাইমদ) বিক্রয়ের উদ্দেশ্যে একটি মিনি ট্রাকে পরিবহন করে খাগড়াছড়ির দীঘিনালা থেকে চট্টগ্রামে নেওয়ার সময় তাদের আটক করা হয়।
এসময় গবাদি পশুর খাদ্যের বস্তার আড়ালে অভিনব কৌশলে ২৬ টি তেলের ড্রামে বিশেষ কায়দায় প্রতিটি ড্রামে ৪০ লিটার করে ১০৪০ লিটার দেশীয় চোলাইমদ সহ একটি মিনি ট্রাক জব্দ করেন।
আটককৃতরা হলেন, মোঃ মোবারক হোসেন (৪৪) পিতা: তোতা মিয়া ও মোঃ নাসির উদ্দিন (৪০) পিতা- মৃত নুরুল ইসলাম,দীঘিনালা থানা, জেলা-খাগড়াছড়ি
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।