জাফর’কে রাজধানীর চকবাজার এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০

0 ৬৪

জাফর’কে রাজধানীর চকবাজার এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০

 

নিজস্ব সংবাদদাতা :

২২ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামী জাফর’কে রাজধানীর চকবাজার এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

 

গতকাল ২৭ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ১৯:১০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার চকবাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ভোলা জেলার সদর থানা স্পেশাল ট্রাই-১৬৬/২০১২, কোতয়ালী থানার মামলা নং-১৬(৭)১২, ধারাঃ ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(্এ) এবং ১৯ (এফ) ধারা; মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক ২২ বছরের সাজাপ্রাপ্ত, সাজা ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামী মোঃ জাফর (৪০), পিতা-শফিক আহম্মদ প্রঃ শুক্কুর আলী, সাং-ছোট আলগী, থানা-ভোলা সদর, জেলা-ভোলা’কে গ্রেফতার করে।

 

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ধৃত আসামি মোঃ জাফর (৪০), পিতা – সফিক আহম্মদ @ শুক্কুর আলী, সাং – ছোট আলগী, ০৮ নং ওয়ার্ড, থানা ভোলা সদর, জেলা – ভোলা এর স্থায়ী বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় ডাকাতি ও অস্ত্র নিয়ে সন্ত্রাসী কর্মকাÐ পরিচালনা করে আসছিলেন।

 

তিনি বিগত ২০১২ সালে অস্ত্র ও গুলিসহ হাতেনাতে গ্রেফতার হন। পরে তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলার কোতোয়ালী থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা রুজু করা হয়। তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আত্মগোপনে গিয়ে নাম ঠিকানা পরিবর্তন করে ডিএমপি ঢাকার চকবাজার থানার শাহী মসজিদ এলাকায় বসবাস করছিলেন।

 

তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ও ১৯(এফ) ধারায় ২০১৭ সালে ১৫ বছর ও ০৭ বছর করে মোট ২২ (বাইশ) বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। দণ্ডিত এই দুর্র্ধষ সন্ত্রাসী দীর্ঘ দিন যাবত আত্মগোপনে থাকেন। থানা পুলিশের পাশাপাশি র‌্যাব ও তাকে গ্রেফতার করার জন্য ছায়া তদন্ত শুরু করে।

Leave A Reply

Your email address will not be published.