ফেনসিডিলসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০
ফেনসিডিলসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০;
নিজস্ব সংবাদদাতা :
মোটরসাইকেলে করে অভিনব কায়দায় ফেনসিডিল বহন কালে ফরিদপুর জেলার মধুখালী এলাকা হতে ১৫২ বোতল ফেনসিডিলসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০; মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ।
গতকাল ২৯ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ বিকালে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন সেনখালী ব্রীজ সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে আনুমানিক ৪,৫৬,০০০/- (চার লক্ষ ছাপ্পান্ন হাজার) টাকা মূল্যমানের ১৫২ (একশত বায়ান্ন) বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ জাবেদ আলী (৩৮), পিতা-মোঃ আবেদ আলী, সাং-দর্শনা কলেজ পাড়া, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা ও ২।
বাক প্রতিবন্ধি মোঃ ইকবাল হোসেন (২৫), পিতা-মোঃ নবী মিয়া, সাং-পুরাতন বাজার, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে মাদক বহনে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল জব্দ এবং ০১টি ব্যাগ ও ০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।