ওয়ারী বিভাগের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

0 ৮২

ওয়ারী বিভাগের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত :

 

নিজস্ব প্রতিনিধি :

 উপ-পুলিশ কমিশনার (ওয়ারী বিভাগ) জনাব মোঃ ইকবাল হোসাইন, বিপিএম-এর সভাপতিত্বে ওয়ারী বিভাগের ডিসেম্বর-২০২৩ মাসের ‘মাসিক অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-জনাব বিপ্লব কুমার সরকার বিপিএম বার, পিপিএম, যুগ্ম-পুলিশ কমিশনার (অপারেশনস্), ডিএমপি, ঢাকা। এছাড়া সভায় ওয়ারী বিভাগের সকল এডিসি, এসি, ওসি, পিআই ও ফাঁড়ি ইনচার্জগন উপস্থিত ছিলেন।

সভায় ওয়ারী বিভাগের ওয়ারেন্ট নিষ্পত্তি, মামলা নিষ্পত্তি, মাদক উদ্ধার ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়। সভায় সম্মানিত প্রধান অতিথি মহোদয় জনবান্ধব ও সংবেদনশীল পুলিশিং ব্যবস্থা নিশ্চিতের উপর অধিক গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে ডিসেম্বর ২০২৩ মাসে ওয়ারী বিভাগের কর্মরত পুলিশ ও নন পুলিশ সদস্যদের মধ্যে বিশেষ কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পদক বিতরণ করা হয়। সম্মাননা পদক প্রাপ্তরা হলেন-

 

১. শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার জনাব মধুসূদন দাস সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন)
২. শ্রেষ্ঠ থানা কদমতলী থানা
৩. শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) জনাব মোঃ জহির হোসেন ওয়ারী পুলিশ ফাঁড়ি
৪. শ্রেষ্ঠ এএসআই (নিরন্ত্র) জনাব জাকির হোসেন কদমতলী থানা

৫. শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই (নিরস্ত্র) মোঃ ফিরোজ মাতুব্বর গেন্ডারিয়া থানা
৬. শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুর রহমান ওয়ারী থানা
৭. শ্রেষ্ঠ ফাঁড়ি গেন্ডারিয়া পুলিশ ফাঁড়ি

৮. বিশেষ কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা এসআই (নিরস্ত্র) মোঃ মুকিত হাসান। যাত্রাবাড়ী থানা এবং এসআই (নিরস্ত্র) মোঃ কবির হোসেন যাত্রাবাড়ী থানা

এছাড়া সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি স্বরুপ বিশেষ সম্মাননা প্রদান করা হয়-

১। জনাব মোঃ আলী আকবর খান রিজার্ভ অফিসার, ওয়ারী বিভাগ

২। জনাব মোঃ আল-আমিন বেতার কনস্টেবল, ওয়ারী থানা
৩। জনাব আব্দুল আলী মিয়া বেতার কনস্টেবল, শ্যামপুর থানা
৪। জনাব নাহিদ মিয়া বেতার কনস্টেবল, যাত্রাবাড়ী থানা
৫। জনাব মোঃ রফিকুল ইসলাম বেতার কনস্টেবল, ডেমরা থানা
৬। জনাব দুলাল উদ্দিন মোল্লা বেতার কনস্টেবল, কদমতলী থানা

৭। জনাব মোঃ আক্তার হোসেন বেতার কনস্টেবল, গেন্ডারিয়া থানা
৮। জনাব মোঃ মেহেদী হাসান কম্পিউটার অপারেটর, ওয়ারী বিভাগ

৯। জনাব বিধান চন্দ্র মিস্ত্রী রিডার, ওয়ারী বিভাগ
১০। জনাব মোঃ আলামিন ইসলাম,স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর,

 

উল্লেখ্য যে, মাসিক অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত মাননীয় যুগ্ম-পুলিশ কমিশনার (অপারেশনস্), ডিএমপি মহোদয় কমিশনার স্যারের অভিপ্রায় অনুযায়ী সার্বিক কার্যক্রম পরিচালনায় সদা নিযুক্ত থেকে ওয়ারী বিভাগকে একটি মডেল বিভাগ হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে নিয়োজিত থাকার প্রত্যায় ব্যক্ত করেন।

Leave A Reply

Your email address will not be published.