তাহের’কে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

0 ৯৬

তাহের’কে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

 

নিজস্ব সংবাদদাতা :

রংপুর জেলার বদরগঞ্জ এলাকায় সড়কে গাছ ফেলে ডাকাতি এবং একজন এসআইকে বেঁধে পিটানোর ঘটনায় ডাকাত চক্রের অন্যতম মূলহোতা তাহের’কে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

 

রংপুর জেলার বদরগঞ্জ এলাকার মোঃ মিজানুর রহমান একজন ডেকোরেটর ব্যবসায়ী। গত ০১/০২/২৪ তারিখ রাতের বেলায় বিয়ের অনুষ্ঠান শেষ করে ধোলাইঘাট হতে তার মোটরসাইকেল যোগে তার সঙ্গীও লাইটিং মিস্ত্রি অরূপ রায় সহ নিজ বাড়িতে আসার পথে উক্ত তারিখ দিবাগত রাত অনুমান ১২.৩০ ঘটিকায় বদরগঞ্জ থানাধীন ৯ নং দামোদরপুর ইউনিয়নের অন্তগত উত্তর আমরুল বাড়ির পূর্ব পাড়া গ্রামস্থ জনৈক কমলাকান্ত রায় এর ভুট্টাক্ষেত সংলগ্ন বদরগঞ্জ হতে লালদীঘি গামী পাকা রাস্তার উপর পৌছালে অজ্ঞাত নামা ৭/৮ জন ডাকাত দলের সদস্য রাস্তার পাশে থাকা রাস্তারর গাছ কেটে রাস্তা বন্ধ করে রাখে। রাস্তার দুই পাশ হতে মুখ বাধা অবস্থায় ডাকাত দলের ৭/৮ জন সদস্য বাঁশের লাঠি, গাছের ডাল, লোহার রোড সহ দেশীয় অস্ত্র দ্বারা ভিকটিমদেরকে আঘাত করলে তারা মোটরসাইকেল সহ রাস্তায় পড়ে যায়। তখন ডাকাত দলের সদস্যরা তাদের হাত পা বেঁধে রাস্তা হতে একটু দূরে নিয়ে গিয়ে মারধর করে এবং তাদের নিকট হতে মোবাইল টাকা-পয়সা ছিনিয়ে নেয়।

 

এর কিছুক্ষণ পর পুলিশ সদস্য এসআই মোহাম্মদ মেহেদী হাসান ও তার সহোযোগী শরিফুল ইসলাম মোটরসাইকেল যোগে যাওয়ার সময় ডাকাত দলের সদস্যরা তাদেরকেও আটক করে এবং মারপিট করে মোবাইলসহ টাকা-পয়সা ছিনিয়ে নেয় এবং সকলকে বেধে ফেলে। এইভাবে ডাকাত দলের সদস্যরা তাদেরকে ৩০-৪০ মিনিট হাত পা বাধা অবস্থায় মাটিতে ফেলে রাখে। ঐ মুহূর্তে বদরগঞ্জ থানার পুলিশের একটি টহল গাড়ি আসিলে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ডাকাত দলে সদস্যরা টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়।

 

উক্ত ঘটনায় ভিকটিম মোঃ মিজানুর রহমান বাদী হয়ে রংপুর জেলার বদরগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করেন যার মামলা নং- ০৫, জিআর নং-২১/২৪, তারিখ-০২/০২/২০২৪ খ্রিঃ; ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০। পরবর্তীতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উক্ত ডাকাতির বিষয়টি জানতে পেরে ডাকাতির সাথে জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

 

এরই ধারাবাহিকতায় গতকাল ০৬ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন উমরতলী স্কুল এর সামনে একটি অভিযান পরিচালনা করে রংপুর জেলার বদরগঞ্জ এলাকায় সংঘঠিত চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রধান আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নাম ১। (কুখ্যাত ডাকাত সর্দার) মোঃ তাহের মিয়া (৩০), পিতা-মোঃ আব্দুল করিম,সাং-আমরুলবাড়ী, হাটখোলাপাড়, থানা-বদরগঞ্জ, জেলা-রংপুর বলে জানা যায়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করে। জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী একটি সংঘবদ্ধ ডাকাত দলের সর্দার। তার নেতৃত্বে উক্ত সংঘবদ্ধ ডাকাত দল রংপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে আসছিল।

 

গ্রেফতারকৃত আসামীকে বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.