রশিক নগর দাখিল মাদ্রাসায় অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

0 ৭৫৩

রশিক নগর দাখিল মাদ্রাসায় অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

 

সোহাগ মিয়া, দীঘিনালা 

 

খাগড়াছড়ির দীঘিনালার রশিক নগর দাখিল মাদ্রাসার ২০২৪ সালের দাখিল পরিক্ষার্থীদের বিদায়, দোয়া, পুরস্কার বিতরণ ও অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

 

সোমবার বেলা ১১ টায় রশিক নগর দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মোহাম্মদ নাসের উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাশেম।

 

পরে অতিথিদের বরন, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ শেষে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অবিভাবক সমাবেশ শুরু হয়।

 

সহ সুপার মাওলানা আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসাটির সুপার মাওলানা আজিজ উদ্দিন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজী মোহাম্মদ কাশেম বলেন, শিক্ষা ছাড়া কোনাে দেশ বা জাতি উন্নতির শিখরে আরােহণ করতে পারে না । জাতির উন্নতি ও সফলতা নির্ভর করে শিক্ষার ওপর। শিক্ষা এমনই এক শক্তি যা মানুষের অন্তরকে করে আলােকিত, বিবেককে করে জাগ্রত ।

 

এমনকি জীবন বিকাশের পথে সকল বাধা দূর করে সুন্দর সমাজ ও দেশ গঠনের পথ তৈরি করে। শিক্ষাই জাতির সামনে এগিয়ে চলার পথ তৈরি করে। তাই আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন করতে হবে।

 

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকবৃন্দ, মাদ্রাসার ছাত্র ছাত্রী ও অবিভাবকরা বক্তব্য রাখেন।

Leave A Reply

Your email address will not be published.