আলোর ইস্কুল নতুন অফিস উদ্বোধন ও শিক্ষাসামগ্রী বিতরণ

0 ৩৪৪

আলোর ইস্কুল টিতে নতুন অফিস উদ্বোধন ও শিক্ষাসামগ্রী বিতরণ

 

নিজস্ব প্রতিনিধি :

শ্যামপুর থানাধীন পোস্তগোলা পুলিশ ফাঁড়ির নিকটবর্তী ডিসি ওয়ারি সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত সমাজের

দুস্থ,অসহায়,অবহেলিত,পিছিয়েপরা জনগুষ্টির সন্তানদের জন্য শিক্ষার সামগ্রী,স্কুলের ইউনিফর্ম সহ সম্পূর্ণ বিনা বেতনে পাঠদান কার্যক্রম পরিচালনা হয়ে থাকে ২০১৯ সালে প্রতিষ্ঠিত ।

 

””আলোর ই স্কুল ””” টিতে। এই উপলক্ষে শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডিসি ওয়ারি (আলোর ই স্কুল এর প্রতিষ্ঠাতা ) বর্তমানে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি….

মোহাম্মদ ফরিদউদ্দীন পিপিএম (  র‍্যাব -১০ অধিনায়ক )

 

প্রধান পৃষ্ঠপোষক ( আলোর ই স্কুল ) আরো ও উপস্থিত ছিলেন ওয়ারি বিভাগের ডাইনামিক, দক্ষ নেতৃত্বের অধিকারী জনবান্ধব অফিসার জনাব ইকবাল হোসাইন, বিপিএম ( ডিসি ওয়ারি )

 

এছাড়া এডিসি আলাউদ্দীন, এসি শামসুল, এসি পেট্রল কপিল, আতিকুর রহমান ( অফিসার ইনচার্জ শ্যামপুর মডেল থানা )  ওসি কদমতলী ও মোঃ সীহাব উদ্দিন ( তদন্ত – শ্যামপুর মডেল থানা ) মোঃ আসাদুজ্জামান ( অপারেশন শ্যামপুর মডেল থানা )

৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মাসুদ ও মহিলা কাউন্সিলর সাহানা আক্তার আরো উপস্থিত ছিলেন শ্যামপুর থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম জনি সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন সহ এলাকার সুশীল সমাজ ,অভিভাবক এবং অন্যান্য সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.