দল মত ধর্ম বর্ন নির্বিশেষে বঙ্গবন্ধু সবার

0 ৬৫

দল মত ধর্ম বর্ন নির্বিশেষে বঙ্গবন্ধু সবার

 

নিজস্ব প্রতিনিধি ঢাকা :

পৃথিবীর প্রত্যেকটি স্বাধীন রাষ্ট্রেরই একজন জাতির জনক ও স্বাধীনতার মহান স্থপতি হিসেবে সে দেশের জনগনের হৃদয়ে বাস করে এবং যথার্থ সম্মান প্রদর্শন করে থাকে। তেমনি বাংলাদেশের ও একজন মহান স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা সর্বস্তরের জনগণ সম্মান প্রদর্শন করে থাকি কারণ বঙ্গবন্ধু সবার।

১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল বিপথগামী সেনা কর্মকর্তা বঙ্গবন্ধু ও তার স্বপরিবারের ১৮ জন সদস্যকে নির্মমভাবে হত্যা করে যা ছিল এই বাঙালি জাতির সবচেয়ে কলঙ্কিত অধ্যায়। তাই ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে আমরা পালন করে থাকি পাশাপাশি জাতীয় শিশু দিবস হিসেবেও আমরা পালন করে থাকি।
কারণ শিশু দিবসে যাতে বাংলাদেশের সকল শিশু এদেশের মহান স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে সঠিক ইতিহাস জানতে পারে।
সেই ধারাবাহিকতা অব্যাহত বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের যেকোনো অনুষ্ঠানে বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস সম্পর্কিত ছবি প্রদর্শন এবং কার্যপ্রণালী সম্পর্কে বক্তব্য রাখা হয়। যাহা সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষিকাদের দায়িত্ব ও কর্তব্যবোধের মধ্যে পড়ে।
কারণ দল মত ধর্ম বর্ন নির্বিশেষে বঙ্গবন্ধু সবার।

অথচ গতকাল ১৬ ই ফেব্রুয়ারি রাজধানীর ডেমরায় তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৯ তম বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ২০২৪ দেখা যায় ভিন্ন কার্যক্রম যা এ দেশ, জাতির, সমাজের জন্য কলঙ্ক বয়ে আনবে বলে আমরা বিশ্বাস করি। এটা কখনোই হওয়া উচিত ছিল না। আমরা গণমাধ্যম কর্মীরা মাঠে গিয়ে দেখতে পাই মেইন ফটোক থেকে শুরু করে মাঠে স্টেইজ পর্যন্ত ও মাঠের চতুর্দিকে কোথাও বঙ্গবন্ধুর কিংবা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি খুঁজে পাওয়া যায়নি।
এই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জনাব নসরুল হামিদ বিপু, প্রতিমন্ত্রী বিদ্যুৎ , জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রেখেছেন আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল মাননীয় সংসদ সদস্য ঢাকা-৫, উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন : প্রকৌশলী মোঃ হারুনুর রশিদ মোল্লা, ব্যবস্থাপনা পরিচালক তিতাস গ্যাস টি এন্ড ডি কোং লিমিটেড।
এ বিষয়ে তিতাসের এমডি’র প্রকৌশলী মোঃ হারুনুর রশিদ মোল্লার কাছে জিজ্ঞাসা করা হলে বিষয়টি তিনি এড়িয়ে যান। এবং স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব ওবায়দুল ইসলাম কে দীর্ঘক্ষণ খুঁজে পাওয়া যায়নি মুঠো ফোনেও পাওয়া যায়নি। ব্যাপারটা স্থানীয় জনসাধারণের ও অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এ বিষয়ে ডেমরা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। ডেমরা থানা অফিসার ইনচার্জ জনাব জহিরুল ইসলাম সংবাদকর্মীদেরকে জানান তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয় যে অনুষ্ঠান হচ্ছে সে বিষয়ে তাকে কোনো অবহিত করা হয়নি, এবং তিনি অভিযোগটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে গণমাধ্যম কর্মীদের আশ্বস্ত করেন।

Leave A Reply

Your email address will not be published.