সেচ্ছাসেবী সংগঠন মোহনপুর ব্লাড ডোনেশন গ্রুপের নতুন কমিটি গঠন

0 ৮৩

সেচ্ছাসেবী সংগঠন মোহনপুর ব্লাড ডোনেশন গ্রুপের নতুন কমিটি গঠন

 

স্টাফ রিপোর্টার:

 

মতলব উত্তরের জনপ্রিয় সেচ্ছাসেবী সংগঠনের ২০২৪-২০২৫ বর্ষের এক বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে।মোহনপুর ব্লাড ডোনেশন উপদেষ্টা উপস্থিত মাহফুজ রহমান, তোফায়েল আহমেদ এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ হাফিজের স্বাক্ষরিত পেইডে মোহাম্মদ হাফিজকে সভাপতি ও আবদুর রহমানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়।

 

এছাড়াও সিনিয়র ( সহ- সভাপতি) – মেহেদী হাসান সাগর, সহ – সভাপতি – কানিজ ফাতেমা, সহ – সভাপতি – মেহেজাবিন ইসলাম মিথিলা, সহ-সভাপতি,জাহিদুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক – নিলুফা আক্তার, যুগ্ন সাধারণ সম্পাদক – সামিউল আলম,সাংগঠনিক সম্পাদক – ইমন বেপারী, সহ সাংগঠনিক সম্পাদক – নাদিয়া ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক – জসীম

 

অর্থ বিষয়ক সম্পাদক – রাফসান জনি, সহ- অর্থ বিষয়ক সম্পাদক – সাদিয়া আক্তার জীম,প্রচার সম্পাদক : মো: সানি ইসলাম, সহ – প্রচার সম্পাদক – মো: মহিন, দপ্তর সম্পাদক – শাহ পরান, শিক্ষা বিষয়ক সম্পাদক – নুসরাত আমিনা, ক্রিয়া বিষয়ক সম্পাদক- সাইফুল তপঁদার, ধর্ম বিষয়ক সম্পাদক – ইমরান নাজির,মহিলা বিষয়ক সম্পাদক-হালিমা আক্তার

মানব কল্যান বিষয়ক সম্পাদক – আমিনা আক্তার আখিঁ।

 

কমিটির সদস্য,শরীফ,আব্দুল কাদের,জান্নাতুল লামিয়া আব্দুল্লা আল তামজিন,শাফায়েত,মো: ইয়াসিন প্রধান,সুমাইয়া সিদ্দিকী,মাহফুজ,আঁখি আক্তার,সাকিব,আবির আহমেদ সায়িফ,আরিফুল ইসলাম ইমন,নীরব,মিরাজ আহমেদ মুন্না,জাহিদ হাসান,নাজমুল হাসান মেহেদী,খাদিজা আক্তার,ঝরণা আক্তার, তিশা আক্তার,সিফাত হাসান,হীরা সরকার,আতিক ইসলাম, মো: আজিম।

Leave A Reply

Your email address will not be published.