জামিনে মুক্ত রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরি মিলন
জামিনে মুক্ত রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরি মিলন।
মাটি মামুন রংপুর।
জামিনে মুক্ত হলেন রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরি মিলন।
বিশাল শোডাউনের মাধ্যমে তাকে বরণ করা হয় কারাগারের ফটক থেকে।
মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যায় রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি সেখানে কয়েকশ নেতাকর্মী তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন।
এর আগে (৭ফেব্রুয়ারি) বুধবার বিকেলে রংপুর মহানগর হাকিম আমলি আদালত(কোতোয়ালি এবং পরশুরাম)-এর বিচারক তার জামিন আবেদন নাকোচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
নুরুন্নবী চৌধুরি মিলন বলেন এই জালিম সরকার মিথ্যা মামলা দিয়ে আমাকে কারান্তরীণ করেছিল। আলহামদুলিল্লাহ মুক্তি পেয়েছি।
আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীকে মুক্তি দিতে হবে।
বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যাত নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে।