চেয়ারম্যান প্রার্থী সৈয়দ হেমায়েতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়িয়া উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সৈয়দ হেমায়েতের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
শরীয়তপুর প্রতিনিধি।
শরীয়তপুরের নড়িয়া উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা সৈয়দ হেমায়েত হোসেনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মার্চ) উপজেলার রাজনগর ইউনিয়নের ক্রোকিরচরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাকিম সরদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু আলেম মাদবর, সাবেক সাধারণ সম্পাদক মজিবর মেলকার, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব মীর মালত, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক মনির হোসেন, যুবলীগের সাবেক সভাপতি মুসল্লী ওমর ফারুক,
সাধারণ সম্পাদক এইচএম সোবহান, উপজেলা
স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক স্বপন দেওয়ান প্রমূখ।এ সময় সৈয়দ হেমায়েত হোসেন স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সমর্থন চাইলে
হাত উঠিয়ে সৈয়দ হেমায়েতকে সমর্থন জানায় তারা।